এক রাতেই ১০ একর ম্যানগ্রোভ বন দখল

কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে কস্তুরীঘাট এলাকায় আজ ভোরে প্রায় ১০ একর ম্যানগ্রোভ বন দখল করেছে দুর্বৃত্তরা।
ম্যানগ্রোভ বনের চারপাশে বেড়া তৈরি করে বন দখল করে তারা।
কক্সবাজার ভিত্তিক ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার ভোর ৪টা থেকে গাছ কাটা শুরু হয়, সকাল পর্যন্ত চলে।'
প্রায় ৩ হাজার গাছ কেটে উজাড় করা হয়েছে বলে জানান তিনি।
ম্যানগ্রোভটি ২০০০ সালে পরিবেশ অধিদপ্তরের নেওয়া একটি প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে জানান, গাছ কাটার বিষয়ে একটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, 'কয়েক মাস ধরে এমনটা হচ্ছে। এ পর্যন্ত আমরা ৩টি মামলা করেছি। আমাদের লোকবলের ঘাটতির কারণে আমরা গাছ কাটা বন্ধ করতে পারছি না।'
কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার নু এমং দ্য ডেইলি স্টারকে জানান, সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Comments