কক্সবাজারে অবৈধ দখলমুক্ত হলো ২ একর বনভূমি
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া বনরেঞ্জের তুলাবাগান বিটের আওতাধীন বনভূমির দুই একর বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
আজ সকাল ১০টায় তিনটি বনবিটের কর্মকর্তা ও বনকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা এই বনভূমি উদ্ধার করেন।
পানেরছড়া বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে চারটি পানের বরজসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলে থাকা অন্যান্য বনভূমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনভূমি দখল করে রেখেছিল। তারা সেখানে পানের বরজসহ স্থাপনা তৈরি করেছিল।’
Comments