প্রাকৃতিক দুর্যোগ

সুনামগঞ্জে বন্যায় আটকে পড়া ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার

সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে জেলা পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হচ্ছে।
বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে জেলা পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদরে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে উদ্ধার করতে শহরের পানশী রেস্তোরাঁয় গিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন৷

সেখানে থেকে শিক্ষার্থীদের সরিয়ে জেলা পুলিশ লাইনসে নেওয়া হচ্ছে।

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শোয়াইব আহমেদ মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখন পানশী রেঁস্তোরা থেকে পুলিশ লাইনে যাওয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছি৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও আমাদের বিভাগের চেয়ারম্যান সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন।'

গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা সুনামগঞ্জ ভ্রমণে যান। তাদের মধ্যে ৭ জন নারী শিক্ষার্থী রয়েছেন।

Comments