সার কারখানার বর্জ্য খালে, পানি পান করে ৪ গরুর মৃত্যু

মৃত গরু নিয়ে গরুগুলোর মালিক, স্থানীয় কৃষক ও ইউপি চেয়ারম্যান সার কারখানার গেটে অবস্থান নেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) বর্জ্য মিশ্রিত পানি পান করে ৪টি গরু মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মাঝিরচর থেকে মৃত গরুগুলো উদ্ধার করা হয়েছে।

আজ রাত ১০টার দিকে মৃত গরু নিয়ে গরুগুলোর মালিক, স্থানীয় কৃষক ও ইউপি চেয়ারম্যান সার কারখানার গেটে অবস্থান নেন।

একটি গরুর মালিক মো. হোসেন বলেন, 'কিছু দিন পর পর বিষাক্ত বর্জ্য খালে ছেড়ে দেয় সিইউএফএল। আজও তারা কোনো ঘোষণা না দিয়ে পানি ছেড়েছে। বর্জ্য মেশানো পানি পান করে আমার গরুটি মারা গেছে।'

স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ বলেন, 'সিইউএফএল কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরেও তারা এ বিষয়ে কর্ণপাত করছে না।'

এ বিষয়ে জানতে সিইউএফএলের জেনারেল ম্যানেজার (জিএম) মাঈনুল ইসলামকে বারবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এর আগে, গত বছর ৬ মে দুপুরে একই কারখানার বর্জ্য মিশ্রিত পানি পান করে স্থানীয়দের ৮টি মহিষ মারা যায়।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago