পশুর নদীতে ৬০০ টন কয়লা বোঝাই কার্গো ডুবি

বাগেরহাটের মংলার পশুর নদীতে প্রায় ৬০০ টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলা বন্দর পশুর চ্যানেলের হারবাড়িয়া-৪ নোঙর এলাকায় ডুবোচরে ধাক্কা লেগে 'এমভি নাওমী' নামের কার্গো জাহাজটি ডুবে যায়।
শুক্রবার রাতে কার্গো জাহাজ এমভি নাওমীর মাস্টার আজিজুল হক মংলা থানায় একটি সাধারণ ডায়েরি করলে বিষয়টি জানাজানি হয়।
আজ শনিবার সকালে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
জাহাজে থাকা ৬ নাবিক এবং ২ নিরাপত্তাকর্মী নিরাপদে তীরে পৌঁছেছেন।
জাহাজের মাস্টার মো. আজিজুল হক বলেন, 'বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দরের হাড়বারিয়া ৫ নম্বর নোঙর এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ 'সিএমভি জর্দান' থেকে ৬০০ টন কয়লা নিয়ে ছেড়ে আসে এমভি নাওমী। রাত ১১টার দিকে ৪ নম্বর নোঙর এলাকায় পৌঁছালে ডুবচরের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে ইঞ্জিন কক্ষে পানি ঢুকতে থাকে। আমরা দ্রুত কার্গোটিকে পার্শ্ববর্তী চরে উঠিয়ে দেই। পরে বন্দর কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর জানাই এবং মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।'
মংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাত জানান, জাহাজটি ডুবে গেলেও চ্যানেলে চলাচল স্বাভাবিক রয়েছে। ১৫ দিনের মধ্যে জাহাজটিকে চ্যানেল থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।
Comments