বগুড়ায় ৩১৪টি বন্যপাখি উদ্ধার, ১ জনের ৬ মাসের কারাদণ্ড

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ প্রজাতির ৩১৪টি পাখি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
পাখি
দুপচাঁচিয়া উপজেলা ডাকবাংলো এলাকায় পাখিগুলোকে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ প্রজাতির ৩১৪টি পাখি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

অবৈধভাবে এসব পাখি রাখার অভিযোগে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পরে পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

সাজাপ্রাপ্ত মো. আতোয়ার আলী (৫২) উপজেলার ডাঙ্গাগ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সাংবাদিকদের এসব তথ্য জানান।

জিজ্ঞাসাবাদে আতোয়ার আলী পুলিশকে জানান যে তিনি গত ৯-১০ বছর ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো থেকে এসব বন্যপাখি ধরে আনতেন। পাখিগুলো তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে আতোয়ার আলীর বাসা থেকে ১৪০টি ফুলমাথা টিয়া, ৪০টি লালমাথা টিয়া, ৫০টি টিলা মুনিয়া এবং ৮৪টি চাঁদি মুনিয়া উদ্ধার করা হয়।

তাকে কারাদণ্ড দেওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট এবং দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকালে উপজেলা ডাকবাংলো এলাকায় পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

Comments