ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র আজ থেকে বন্ধ, লোডশেডিং আরও বাড়বে

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে আজ সোমবার থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
 গ্যাস সংকট
নসরুল হামিদ। ফাইল ফটো

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে আজ সোমবার থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার টেলিফোনে দ্য ডেইলি স্টারকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, 'আজ থেকেই ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকবে। ফলে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমবে। সে কারণে পর্যায়ক্রমে সারাদেশে লোডশেডিং বাড়বে। পর্যায়ক্রমে সারাদেশে ১ ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হবে। আমাদের গ্যাসেরও সংকট আছে। সে কারণেও বিদ্যুৎ উৎপাদন কমেছে। ফলে মোট বিদ্যুৎ উৎপাদন কমবে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মেগাওয়াট। কখন, কোন এলাকায়, কতক্ষণ লোডশেডিং হবে, তা আমরা আগে থেকে জানিয়ে দেবো।'

বিদ্যুৎ পরিস্থিতি কোন সময় নাগাদ স্বাভাবিক হবে বলে মনে করছেন, জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 'এ বিষয়টি পুরোপুরি নির্ভর করছে জ্বালানির মূল্যের ওপর। বিশ্ববাজারে জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ক্রমাগত বাড়ছে। বিশ্ববাজারে এর দাম কমার ওপর নির্ভর করছে দেশের বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতির উন্নয়ন।'

পেট্রোল পাম্প বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, 'পেট্রোল পাম্পগুলো বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা করব। পাম্প মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত হলে তা কয়দিন বা কতক্ষণ বন্ধ থাকবে, আমরা সময়সহ বিস্তারিত জানিয়ে দেবো।'

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত ছাড়াও আরও কিছু বিষয়ে সুপারিশ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, 'সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা ও সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

2h ago