বরগুনায় ‘ট্র্যাকিং ডিভাইস’ লাগানো কচ্ছপ উদ্ধার

বরগুনায় পায়রা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে। কচ্ছপটির খোলসে একটি ডিভাইস লাগানো আছে। এটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস বলে ধারণা করছেন বন বিভাগের কর্মকর্তারা।
কচ্ছপটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ রোববার বাগেরহাটের পূর্ব সুন্দরবন বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান।
গতকাল শনিবার বরগুনা সদর উপজেলার চালিতাতলীর পায়রা নদীতে মাসুম নামের এক জেলের জালে ধরা পড়ে কচ্ছপটি।

জেলে মো. মাসুম জানান, গতকাল দুপুরে তার জালে কচ্ছপটি ধরা পড়ে। কচ্ছপের পিঠের খোলসে ডিভাইস লাগানো ছিল। ডিভাইসটিতে কোড নম্বর (৭১২৮৯০) দেওয়া আছে। পরে তিনি সাবেক ইউপি সদস্য খোকন মিয়াকে বিষয়টি জানালে খোকন মিয়া বন বিভাগকে খবর দেন।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, 'এটি বিরল প্রজাতির কচ্ছপ। আকারেও বেশ বড়। খোলসের ডিভাইসটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস বলে ধারণা করছি। কচ্ছপটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বাগেরহাটের পূর্ব সুন্দরবন বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানকার গবেষণাগারে পরীক্ষার পর ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।'
তিনি আরও জানান, কচ্ছপটির ওজন প্রায় ১২ কেজি। ধারণা করা হচ্ছে, এটির বয়স ২৫ থেকে ৩০ বছর।
Comments