সিআরবিতে হাসপাতাল করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার মোশাররফ

চট্টগ্রামের সিআরবিতে নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সিআরবিতে বাণিজ্যিক উদ্দেশে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আজ রোববার বিকেলে সিআরবি চত্বরে বেসরকারি হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে নাগরিক সমাজ-চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, চট্টগ্রামের ফুসফুস, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সিআরবিকে চট্টগ্রামবাসী রক্ষা করবে।

সংসদের আগামী অধিবেশনে সিআরবি রক্ষার দাবি উত্থাপন করা হবে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বিষয়টি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও তুলে ধরবেন।

তিনি বলেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সিআরবিতে বেসরকারি হাসপাতাল করতে দেবেন না। তিনি নিজেও পরিবেশ এবং প্রাণ প্রকৃতি সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রধান।

সিআরবিতে পাখির অভয়ারণ্য আর যাদুঘর নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে হাসপাতাল করার মতো জায়গার অভাব নেই। চট্টগ্রামের মানুষ প্রয়োজনে রক্ত দিয়ে সিআরবি রক্ষা করবে।

রেলওয়ের সম্পত্তি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকা গেজেটেড হেরিটেজ জোন। এখানে নতুন স্থাপনা নির্মাণে আইনগত বাধা আছে। কারও কারও ব্যক্তিগত ও ব্যবসায়িক লাভের জন্য জনগণের বিপক্ষে না যাওয়ার আহ্বান জানান ইঞ্জিনিয়ার মোশাররফ।

সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago