হালদায় আরেকটি ডলফিনের মরদেহ উদ্ধার

হালদা নদীতে আজ সোমবার বিকেলে আরও একটি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাটহাজারী উপজেলার হালদা নদীর তীরবর্তী রামদাসমুন্সির এলাকায় স্তন্যপায়ী প্রাণীটির মরদেহ পাওয়া যায়।
বিশিষ্ট হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'এ নিয়ে ২০১৭ সাল থেকে ৩২টি ডলফিনের মৃত্যু হলো। ডলফিনটি এতোটাই পচে গিয়েছিল যে, আমরা এর মৃত্যুর কারণ নির্ধারণে কোনো ময়নাতদন্ত করতে পারিনি।'
তিনি জানান, এটির ওজন ১৫ কেজি এবং এর দৈর্ঘ্য তিন ফুট। নৌপুলিশ এবং স্থানীয় প্রশাসন ডলফিনটিকে হালদা নদীর তীরে সমাধিস্থ করেছে।
Comments