অবৈধভাবে স্লোভেনিয়ায় প্রবেশ করায় ১০ বাংলাদেশি আটক

slovenia_police_14sep21.jpg
ছবি: দ্য স্লোভেনিয়া টাইমস থেকে নেওয়া

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মারিবোরে অনুপ্রবেশের দায়ে ১০ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার মারিবোরের স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে দ্য স্লোভেনিয়ান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নিয়মিত টহল ও গাড়ি তল্লাশির সময় মারিবোরের পুলিশ প্রশাসন মলদোভার এক ২৯ বছর বয়সী যুবককে আটক করে। তিনি তার গাড়িতে ১০ বাংলাদেশিকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, তার গাড়িতে হাঙ্গেরিতে নিবন্ধিত।

আটক ১০ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী স্লোভেনিয়ায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার আকাঙ্খা প্রকাশ করেছেন। তাই বর্তমানে তাদের একটি স্থানীয় অ্যাসাইলাম সেন্টারে রাখা হয়েছে।

এ ছাড়া, স্লোভেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ডোলেনিস্কা থেকেও একই দিনে অনুপ্রবেশের দায়ে ১ আফগান নাগরিকসহ ৭ পাকিস্তানি নাগরিককে আটক করেছে নভো মেস্টো পুলিশ। এক জর্জিয়ান দম্পতির গাড়ি থেকে তাদের আটক করা হয়। মানবপাচারের অভিযোগে স্থানীয় পুলিশ প্রশাসন ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে এবং তাদের ব্যবহৃত গাড়িটি বায়োজাপ্ত করেছে।

স্লোভেনিয়াতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস স্লোভেনিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে কাজ করে। অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান জানিয়েছেন, 'স্থানীয় গণমাধ্যমের সাহায্যে আমরা স্লোভেনিয়ায় আটক ১০ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর বিষয়ে জানতে পেরেছি। শিগগির আমরা স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ও সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।'

রাকিব হাসান রাফি, শিক্ষার্থী, ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago