তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন ১৩ বাংলাদেশি

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। আজ বৃহস্পতির দুপুর ১টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিউনিসিয়া থেকে দেশে ফেরা ১৩ জন হলেন-শরীয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, শামীম খা, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, সিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক ব্যাপারি, মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লস্কর, চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।
তারা জানান, চলতি বছরের শুরুর দিকে দুবাই ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই যান তারা। এরপর দুবাই থেকে লিবিয়া হয়ে তিউনিসিয়া গিয়েছিলেন। তারা সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।
মানব পাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
শরিফুল হাসান জানান, বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিচ্ছে।
এর আগে, গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ সাত জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন।
Comments