ঈদ সত্ত্বেও জুলাইয়ে প্রবাসী আয় কমেছে ৪ শতাংশ 

নভেম্বরে প্রবাসী আয়

ঈদের মাস হওয়া সত্বেও জুলাইয়ে প্রবাসী আয় জুনের তুলনায় প্রায় ৪ শতাংশ কমে ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার হয়েছে। সাধারণত ঈদের মাসে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাইয়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার। জুন মাসে যা ছিল ১ হাজার ৯৪১ মিলিয়ন ডলার।

তবে, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে ২৮ শতাংশ। ২০২০ সালের জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫৯৮ মিলিয়ন ডলার।

Comments

The Daily Star  | English
us tariff rates by country

Higher US tariffs take effect on dozens of economies

US duties rose from 10 percent to levels between 15 percent and 41 percent for a list of trading partners

1h ago