ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ঠাণ্ডায় জমে নৌকায় ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু

লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে হাইপারথার্মিয়া বা অতিরিক্ত ঠাণ্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে হাইপারথার্মিয়া বা অতিরিক্ত ঠাণ্ডায় জমে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইতালির সিসিলির দক্ষিণাঞ্চলীয় উপকূল অ্যাগ্রিজেনটোর প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানান।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাম্পেদুসার কাছের একটি জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ১৮ মাইল বা ২৯ কিলোমিটার দূরে একটি নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের ভাসতে দেখেন কোস্টগার্ড সদস্যরা। এরপর তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। নৌকায় থাকা অভিবাসীদের মধ্যে ৭ বাংলাদেশির মরদেহ পাওয়া যায়।

প্রসিকিউটর লুইগি জানান, অবৈধ অভিবাসন ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ল্যাম্পেডুসার মেয়র সালভাতোর মার্টেলো জানান, জাহাজটিতে ২৮০ জন অভিবাসী ছিল, তাদের অধিকাংশই বাংলাদেশ এবং মিশরের নাগরিক।

ইতালি, কয়েক হাজার আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের জন্য ইউরোপে যাওয়ার একটি প্রধান রুট, সাম্প্রতিক মাসগুলিতে অভিবাসী নৌকাগুলির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ২৪ দিনেই ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন।

Comments

The Daily Star  | English
Bangladesh, 29 others can now trade on Russian currency market

Bangladesh, 29 others can now trade on Russian currency market

The Russian embassy in Bangladesh shares a list of countries on its verified Facebook page

3h ago
X