মালয়েশিয়ায় যেতে সর্বোচ্চ খরচ ৭৮,৯৯০ টাকা

স্টার ফাইল ছবি
স্টার ফাইল ছবি

বাংলাদেশ থেকে কর্মী হিসেবে মালয়েশিয়ায় যেতে ব্যক্তিগত পর্যায়ে একজনের সর্বোচ্চ খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়া যাওয়ার উড়োজাহাজ ভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে নিয়োগকারী কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশ অনুযায়ী, মালয়েশিয়াগামী কর্মীর শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ খরচগুলো বহন করতে হবে। এর মধ্যে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্টকার্ড ফি, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

এসব মিলে মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক কোনো ব্যক্তিকে মোট ৭৮ হাজার ৯৯০ টাকা নিজস্ব তহবিল থেকে খরচ করতে হবে।

২০২১ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী, উড়োজাহাজ ভাড়া, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের 'সিকিউরিটি ডিপোজিট', বিমা, মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা, করোনার সংক্রমণ পরীক্ষাসহ ১৫টি খাতের খরচ সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে।

এই আদেশের মাধ্যমে মন্ত্রণালয় তাদের পূর্ববর্তী আদেশ বাতিল করেছে। ২০১৭ সালের সেই আদেশে সর্বোচ্চ খরচ ধরা হয়েছিল ১ লাখ ৬০ হাজার।

অফিস আদেশে আরও বলা হয়, জনপ্রতি সর্বোচ্চ অভিবাসন খরচ সংক্রান্ত এই নির্দেশনা শিগগির কার্যকর হবে।

তবে, এখনো নতুন করে কোনো কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হয়নি।

 

Comments

The Daily Star  | English

Soft-spoken Prevost is first pope from the United States

The new Leo XIV, a Chicago native, was entrusted by his predecessor Francis

17m ago