অস্ট্রেলিয়ায় আইনি লড়াইয়ে জিতলেন জোকোভিচ

ভিসা সংক্রান্ত জটিলতায় পুরুষদের টেনিসে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে অভিবাসন হেফাজত থেকে মুক্তির আদেশ দিয়েছেন অস্ট্রেলিয়ার আদালত।
আজ সোমবার বিচারক অ্যান্থনি কেলি জোকোভিচের ভিসা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করে তাকে এই আদেশের ৩০ মিনিটের মধ্যে অভিবাসন হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
গত ৬ জানুয়ারি নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে নাটকীয়ভাবে তাকে বিমানবন্দরে আটকে দেয় অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ দিতে কোভিড টিকার বাধ্যবাধকতা শিথিল করে জোকোভিচকে ভিসা দিয়েছিল দেশটি।
কিন্তু বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়। কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর জানানো হয়, অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে শর্ত পূরণ না হওয়ায় তার ভিসা বাতিল করা হয়েছে, সে কারণে তাকে ফেরত পাঠানো হবে।
এ অবস্থায় অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন জোকোভিচ।
আজ সোমবার সকাল ১১টায় ওই আপিলের শুনানি শুরু হয়।
আগেই বলা হয়েছিল, জোকোভিচের এই শুনানি লাইভ স্ট্রিমিং করা হবে। তবে স্ট্রিমিং সাইট ক্র্যাশ করার কারণে শুনানি শুরু হতে ঘণ্টাখানেক দেরি হয়।
জোকোভিচের আইনজীবী নিক উড আদালতে বলেন, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য তার ভিসায় প্রয়োজনীয় প্রমাণ ও নথিপত্র কর্তৃপক্ষকে সরবরাহের ব্যাপারে সর্বোচ্চটা করেছিলেন।' নোভাকের আইনজীবী আদালতে প্রমাণ করেন, জোকোভিচ অস্ট্রেলিয়ায় অবতরণের আগে দুবাইতে টিকা থেকে অব্যাহতির জন্য প্রয়োজনীয় প্রমাণ সরবরাহ করেছিলেন।
সরকার পক্ষের আইনজীবী নিক উড বলেন, ৬ জানুয়ারি মেলবোর্ন বিমানবন্দরে যখন জোকোভিচের ভিসা নিয়ে সমস্যা দেখা দেয় তখন তিনি পুরো প্রতিক্রিয়া জানাতে সক্ষম হননি। তিনি টেনিস অস্ট্রেলিয়া এবং রাজ্য সরকার থেকে দেওয়া পরামর্শ অনুযায়ীই অগ্রসর হয়েছিলেন।
এ অবস্থায় বিচারক অ্যান্থনি কেলি সরকার পক্ষের আইনজীবীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, 'এই লোকটি এর চেয়ে বেশি আর কী করতে পারতো?'
বিচারক জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেন। তিনি আদেশের ৩০ মিনিটের মধ্যে জোকোভিচকে অভিবাসন হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া অস্ট্রেলিয়া সরকারকে জোকোভিচের যাবতীয় খরচ বহন করার নির্দেশ দেন তিনি।
Comments