ইউক্রেনের নাগরিকদের আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক বলেছেন, ইউক্রেন-রাশিয়া সীমান্তে পরিস্থিতি আরও খারাপ হলে অস্থায়ী ভিসায় থাকা ইউক্রেনের নাগরিকদের অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হবে।
আজ রোববার তিনি জানান, ইউক্রেনীয় অস্ট্রেলিয়ানদের সঙ্গে আলোচনার পর ফেডারেল সরকার আশ্রয়প্রার্থী ইউক্রেনের নাগরিকদের জন্য ভিসার বিকল্প বিবেচনা করছে।
তিনি বলেন, 'রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরিস্থিতি খারাপ হলে আরও ভিসা ঘোষণা করা হতে পারে।'
এর আগে অ্যালেক্স হক ও বিরোধীদলীয় সংসদ সদস্য জেসন ক্লেয়ার সিডনিতে ইউক্রেনীয় অস্ট্রেলিয়ানদের এক সমাবেশে বক্তব্য দেন।
ইউক্রেনীয় অস্ট্রেলিয়ানরা মেলবোর্ন ও অ্যাডিলেডে সমাবেশ করেছেন। তারা ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।
সিডনিতে ইউক্রেনের কনসাল জারোস্লাভ ডুমা বলেছেন, তিনি এবং আরও অনেকে শান্তির আশা করছেন।
তিনি বলেন, 'এই ধ্বংসাত্মক যুদ্ধ এমন বৈষম্য তৈরি করতে পারে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের সময়ও দেখা যায়নি।'
'২০১৪ সালে রুশ-ইউক্রেনীয় যুদ্ধের পর থেকে ইউক্রেন সামরিক শক্তিকে শক্তিশালী করেছে। তবে এখন একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে', তিনি বলেন।
অভিবাসনমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা ইউক্রেনীয় অস্ট্রেলীয়দের সঙ্গে কাজ করছি, আলোচনা করছি। প্রয়োজন হলে অস্থায়ী ভিসায় এখানে যে কাউকে আশ্রয় দিতে আমরা প্রস্তুত আছি।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments