কলকাতায় ‘বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস’ উদযাপন

১৯৭১ সালের ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় উপহাইকমিশনে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলেছিলেন তৎকালীন উপহাইকমিশনার হোসেন আলী।
সেই দিনটিকে স্মরণ করে গতকাল সোমবার 'বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস' উদযাপন করে বাংলাদেশ উপহাইকমিশন।
গতকাল সকালে কলকাতার উপহাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা তোলেন বর্তমান উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। সে সময় পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত।
এর আগে কর্মকর্তারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে উপহাইকমিশনের চারদিক প্রদক্ষিণ করেন। পতাকার চার কোনা ধরেন উপহাইকমিশনের কাউন্সেলর মো. বসিরউদ্দিন, কাউন্সেলর রিয়াজুল ইসলাম (শিক্ষা ও ক্রীড়া), প্রথম সচিব (বাণিজ্য) মোহাম্মদ শামসুল আরিফ ও প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।
সঙ্গে ছিলেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, হেড অব চ্যান্সারি শামীমা ইয়াসমীন স্মৃতিসহ দূতাবাসের অন্য কর্মীরা।
প্রদক্ষিণ শেষে যথাযথ সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপহাইকমিশনার।
পতাকা উত্তোলনের পর উপহাইকমিশনার বলেন, 'সেদিন এই দূতাবাসই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। আজ ছিল সেই ঐতিহাসিক দিন। আমরা ওই দিনের স্মরণে আজ জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে গর্বিত।'
Comments