জাপানে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে জাপানে বাংলাদেশ দূতাবাস।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দূতাবাস টোকিওতে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। এ সময় সমবেত কণ্ঠে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

পরে দূতাবাস ভবনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেন রাষ্ট্রদূত। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী জাতির বীর সন্তানদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

দূতাবাস মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করার পর রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন।

এরপর মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

[email protected]

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

2h ago