জোকোভিচের কাহিনী এখনো শেষ হয়নি, আবার আইনি লড়াই শুরু

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত জটিলতা এখনো শেষ হয়নি। আজ শুক্রবার রাতে ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্টের বিচারক অ্যান্টনি কেলির আদালতে এ বিষয়ে জরুরি শুনানি হয়। শুনানিতে এই টেনিস তারকার আইনজীবী বলেন, 'সোমবার থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কারণে প্রতি মিনিট অত্যন্ত মূল্যবান।'
অস্ট্রেলিয়ান ওপেন শুরুর ৩ দিন আগে আজ সকালে জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত জানান অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করতে জোকোভিচকে শনিবার থেকে সীমান্তরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে আটক থাকতে হবে।
জোকোভিচের আইনজীবী নিক উড অস্ট্রেলিয়া থেকে জোকোভিচকে ফেরত পাঠানোর কার্যক্রম বন্ধ করতে শিগগির নিষেধাজ্ঞা চেয়েছেন এবং বলেন, 'আদালতের কার্যক্রম শেষ হওয়ার আগে তাকে নির্বাসিত করা যাবে না।'
আগামীকাল শনিবার জোকোভিচকে তার আইনজীবীর অফিসে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে তিনি অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স অফিসারের তত্ত্বাবধানে থাকবেন এবং শনিবার রাতে তাকে ডিটেনশনে রাখা হবে।
ভিসা বাতিলের বিষয়ে শুনানির জন্য রোববার তাকে তার আইনি দলের সঙ্গে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে। বিচারক কেলি মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের নির্দেশও দিয়েছেন।
আইনজীবী নিক উড জোকোভিচের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিতে মন্ত্রী যে দীর্ঘ সময় নিয়েছেন তার নিন্দা জানিয়েছেন।
ভিসা বিষয়ে এত দেরিতে সিদ্ধান্ত নেওয়ার ফলে অস্ট্রেলিয়ান ওপেনের পরিণতি নিয়ে চিন্তিত ক্রীড়া বিশেষজ্ঞরা। কারণ এটি অস্ট্রেলিয়ার অন্যতম বড় ক্রীড়া ইভেন্ট।
নোভাক জোকোভিচের সাবেক কোচ নিকি পিলিক এই টেনিস তারকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আচরণকে 'লজ্জাজনক' বলে উল্লেখ করে বলেন, 'জোকোভিচের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments