দক্ষ শ্রম ঘাটতির সমাধানে স্থায়ী অভিবাসী চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘দক্ষ শ্রম ঘাটতির সমাধান করতে স্থায়ী অভিবাসী প্রয়োজন। অস্থায়ী অভিবাসী দিয়ে আমাদের বিশাল শ্রম ঘাটতি পূরণ সম্ভব নয়।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, 'দক্ষ শ্রম ঘাটতির সমাধান করতে স্থায়ী অভিবাসী প্রয়োজন। অস্থায়ী অভিবাসী দিয়ে আমাদের বিশাল শ্রম ঘাটতি পূরণ সম্ভব নয়।'

আজ সোমবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অভিবাসী শ্রমিকদের স্থায়ী উপস্থিতি দীর্ঘমেয়াদী ঘাটতির সম্মুখীন শিল্পগুলোর জন্য একটি 'উল্লেখযোগ্য পার্থক্য' তৈরি করবে।

আগামী ১ ও ২ সেপ্টেম্বর ক্যানবেরায় পার্লামেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি ও দক্ষতা শীর্ষক সম্মেলন। এর আগে আজ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।

অ্যান্টনি আলবানিজ শ্রম দক্ষতার ঘাটতির বিষয়ে অভিবাসন ও ভিসা সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার মতে, স্থায়ী অভিবাসী কর্মীদের জন্য আরও ভালো পথ তৈরি করতে হবে অস্ট্রেলিয়াকে।

বিগত লিবারেল সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে অস্ট্রেলিয়ার 'ভিসা ব্যাকলগ' প্রক্রিয়াকে আরও বাড়িয়ে তুলেছিল। নতুন লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে সমস্যাটি সমাধান করার জন্য এটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের সরকার একটি বিশাল 'ভিসা ব্যাকলগ' উত্তরাধিকার সূত্রে পেয়েছে।

তিনি বিগত সরকারকে ইঙ্গিত করে সাংবাদিকদের প্রশ্ন করেন, 'কিছু নির্দিষ্ট পেশার জন্য, যেগুলো এত দীর্ঘ সময়ের জন্য সরবরাহের ঘাটতি ছিল অথচ তা উপেক্ষা করে অস্থায়ী অভিবাসীদের ওপর নির্ভর করা হয়েছে৷ আরও স্থায়ী অভিবাসীর কথা আমাদের আগেই ভাবা উচিত ছিল।'

প্রধানমন্ত্রী গণমাধ্যমকে বলেন, 'দক্ষ শ্রমিকের স্বল্পমেয়াদী কিছু ঘাটতি রয়েছে, যা সব সময় অস্থায়ী মাইগ্রেশনের মাধ্যমে পূরণ করতে হবে। কিন্তু স্থায়ী শ্রমিক ঘাটতি অস্থায়ী অভিবাসী দিয়ে পূরণ সম্ভব নয়। বিশ্বব্যাপী আমাদের একটি শ্রম বাজার রয়েছে, সেটিকে কাজে লাগাতে হবে।'

তিনি আরও বলেন, 'অস্ট্রেলিয়ায় স্থায়ী উপস্থিতির জন্য আরও ভালো পথ রয়েছে, যাতে অভিবাসীরা তাদের প্রয়োজনীয় দক্ষতা আমাদের দিতে পারে।'

'করোনার সময় অবশ্যই আমরা এক ভয়ংকর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসী আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বড় সুযোগ তৈরি করবে,' যোগ করেন তিনি।

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার সরকার 'অভিবাসন বান্ধব' হিসেবে পরিচিত। তারা ক্ষমতায় থাকলে বিদেশি নাগরিকদের জন্য নানা ধরনের সুযোগ উন্মোচন করে। ১১ বছর পর ক্ষমতায় ফিরেই দলটি অভিবাসীদের জন্য ইমিগ্রেশন আইন সহজ করার উদ্যোগ নিয়েছে।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments