ওমান

দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসতে হবে

ওমানে জাতীয় শোক দিবসের আলোচনায় রাষ্ট্রদূত মিজানুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা। ছবি: বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তথা দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান।

গত রোববার রাজধানী মাস্কাটে বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহবান জানান।

রাষ্ট্রদূত বলেন, 'বাঙালি জাতি চিরদিনের জন্য বঙ্গবন্ধুর কাছে ঋণী। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু, তার স্বপ্ন-আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। সেই পথেই সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের অবদান রাখতে হবে।'

জাতির পিতা ও ১৫ আগস্টের সব শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, 'বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন।'

তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনামের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর মাধ্যমে প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে আসার অনুরোধ জানান।

কাউন্সেলর (পাসপোর্ট) রওশন আরা পলির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দূতালয় প্রধান নাহিদ ইসলাম, শ্রম কাউন্সেলর হুমায়ুন কবীর, কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী আক্তার ও দ্বিতীয় সচিব মো. আনোয়ার হোসেন।

প্রবাসী সংগঠকদের মধ্যে মোহাম্মদ নোমান, ইফতেখার উল হাসান চৌধুরী, এমএন আমিন, রুকুন উদ্দিন, শাহজাহান ভুঁইয়া, তৌহিদুল আলম ও জহিরুল ইসলাম আলোচনায় অংশ নেন।

প্রবাসী বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তাকে মাতৃভূমির বিপথগামী সেনাদের হাতে প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার ও খুনিদের দণ্ডাদেশ হলেও এই হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীদের পরিচয় জাতি জানতে চায়।

সভার শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট কালরাতের সব শহিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়া, জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাসে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী করা হয়।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

4h ago