তিউনিসিয়া উপকূল থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার
তিউনিসিয়ার নৌবাহিনীর একটি ইউনিট ভূমধ্যসাগর থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে।
তিউনিশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ গত ৮ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ট্যাপ দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে।
ট্যাপ জানায়, নৌবাহিনীর একটি ইউনিট বৃহস্পতিবার ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করে। তাদের নৌকাটি জারজিস উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। পরে তারা তেলের ট্যাংকার ‘ডিডনে’ আশ্রয় নিয়েছিল।
#Tunisia: a Navy unit, on Thursday, rescued 49 undocumented migrants from #Bangladesh who boarded oil platform "Didon", after their boat broke down 80 km off #Zarzis coast, said MoD, adding they set off from #Libyan coasts on July 5 heading for Europe. https://t.co/bLBRFSjeTv pic.twitter.com/zY1F2GwVgG
— TAP news agency (@TapNewsAgency) July 8, 2021
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিবাসীদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে। তারা গত ৫ জুলাই লিবিয়া উপকূল থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার অভিবাসীদের বেন গুয়েরদান শহরের এল টেফ বন্দরে স্থানান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ন্যাশনাল গার্ড ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।
Comments