যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রিন্ট সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল তার অবসান হয়েছে।

শুক্রবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়াকৃত ১৩৬৪টি আবেদনের বিপরীতে ইতোমধ্যে ১১০১টি পাসপোর্ট প্রিন্ট হয়েছে। এসব পাসপোর্ট শিগগির ফেডেক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

জুনের ২১ তারিখ থেকে আগস্টের ১২ তারিখের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নত ই-পাসপোর্ট প্রদানের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল শিগগির ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেসে অবস্থিত কনসুলেট জেনারেল পরিদর্শন করবেন।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago