লেবাননে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা

লেবাননে গত দুই বছর ধরে চলছে অর্থনৈতিক সংকট। অন্যান্য সংকটের পাশাপাশি চলছে ওষুধেরও সংকট। সেখানে ফার্মেসিতে চাহিদা মতো ওষুধ পাচ্ছেন না স্থানীয় নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীদের বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও  বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মো. আরিফুর রহমান ভূঁইয়া। ছবি: স্টার

লেবাননে গত দুই বছর ধরে চলছে অর্থনৈতিক সংকট। অন্যান্য সংকটের পাশাপাশি চলছে ওষুধেরও সংকট। সেখানে ফার্মেসিতে চাহিদা মতো ওষুধ পাচ্ছেন না স্থানীয় নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

তবে, লেবাননে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘ শান্তি মিশন ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'সংগ্রাম'।

রবিবার ২২ আগস্ট বৈরুতের আল আনসার স্টেডিয়ামে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি।

এ সময় বানৌজা সংগ্রাম-এর অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মো. আরিফুর রহমান ভূঁইয়া ও দূতাবাসের শ্রম সচিব আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বলেন, 'যেহেতু এখন লেবাননে করোনার প্রাদুর্ভাব কমে এসেছে, তাই আগামীতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। এছাড়া, বাংলাদেশিদের করোনার টিকা গ্রহণ নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে।'

ক্যাপ্টেন ফয়সাল মো. আরিফুর রহমান ভূঁইয়া বলেন, 'করোনার কারণে আমাদের এই সেবা সাময়িকভাবে ব্যাহত হলেও সাধারণ বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত।'

সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত বানৌজা সংগ্রাম-এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের সহায়তায় ২৪৮ জন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, লেবাননে যেহেতু ওষুধের সংকট চলছে, তাই নিয়মিতভাবে যদি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বাংলাদেশিরা অনেক উপকৃত হবেন।

সুব্রত সাহা বাবু, লেবানন প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

PUST postpones Turkey lift-inspection tour

The Pabna University of Science and Technology (PUST) today postponed a tour of Turkey, which was set to be undertaken by a six-member team to inspect lifts, after the president told the university to do so

3h ago