ফিনল্যান্ডে শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ

হেলসিংকির অস্থায়ী বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। ছবি: সংগৃহীত

পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদের স্মরণের মধ্যে দিয়ে ফিনল্যান্ডে পালিত হলো মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অস্থায়ী বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

প্রচণ্ড ঠাণ্ডা আর তুষারপাতের মধ্যেও দিবসটি উদযাপনে বিদেশি অতিথি এবং বাংলাদেশি কমিউনিটি সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত সুধীজন মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দিবসের দ্বিপ্রহরে ছিল কোনতুলা আর্ট স্কুলের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনিশ পার্লামেন্টের সদস্য আত্তে কালেভা। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণীর পর সংক্ষিপ্ত আলোচনা সভায় আত্তে কালেভা ৫২'র ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি ফিনল্যান্ডের বিভিন্ন কমিউনিটির মানুষদের প্রতি তার এবং তার দলের শুভেচ্ছার কথা জানান।

সেসময় আত্তে কালেভা বলেন, 'ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে তার দল একটি কমিটি গঠন করেছে, যার প্রধান হিসেবে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ভূঁইয়া এন জামান কাজ করছেন।'

তিনি তার ব্যক্তিগত, সিটি করপোরেশন এবং সরকারের তরফে ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদুল হাসান চৌধুরী রাসেল, জামসেদ হায়দার সিদ্দিকী এবং অনুরূপ টিটু। কোনটুলা আর্ট স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুল প্রধান হেইডি এবং আন্তি।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL in the area

Now