ফ্রেঞ্চ ওপেন, জোকোভিচের জন্য আরেকটি ঝড়ের পূর্বাভাস

অস্ট্রেলিয়ান ওপেন ঝড়ের বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচের দিকে ধেয়ে আসছে আরেকটি ঝড়, ফ্রেঞ্চ ওপেন।
নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন ঝড়ের বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচের দিকে ধেয়ে আসছে আরেকটি ঝড়, ফ্রেঞ্চ ওপেন।

আগামী ২২ মে থেকে শুরু হওয়ার কথা আছে বিশ্বের অন্যতম প্রধান এই ইভেন্টের।

এরই মধ্যে গত রোববার ফ্রান্সের সংসদে অনুমোদিত নতুন ভ্যাকসিন আইনে বলা হয়েছে যে, রেস্তোরাঁ, ক্যাফে, দূরপাল্লার ট্রেন, সাংস্কৃতিক ও বিনোদনের স্থানগুলোতে প্রবেশ করতে সবাইকে কোভিড-১৯ টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, টিকা দেওয়ার নিয়মটি পেশাদার ক্রীড়াবিদসহ ফরাসি নাগরিক ও দর্শকদের জন্যও প্রযোজ্য হবে।

ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, 'নিয়মটি সহজ। আইন জারি হওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পাস আরোপ করা হবে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কোনো ব্যতিক্রম হবে না।'

ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের (এফএফটি) নির্দেশিকা অনুসারে কোর্ট, প্রশিক্ষণ সুবিধা ও ক্লাব হাউসে প্রবেশে টিকা বাধ্যতামূলক।

প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী ক্রীড়ামন্ত্রী রোকসানা মারাসিনিয়ানু টুইটারে বলেছেন, নিয়মগুলো সব ক্রীড়াবিদদের জন্য প্রযোজ্য হবে৷

গত রোববার ফ্রান্সের সংসদে নতুন ভ্যাকসিন আইন অনুমোদিত হওয়ার পর সংসদের প্রভাবশালী সদস্য ও রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর অনুগত লেফটেন্যান্ট ক্রিস্টোফ কাস্টানার ফরাসি মিডিয়াকে এই বার্তাটিকে দিয়েছেন যে 'ভ্যাকসিন আইন সব ফরাসি ওপেন খেলোয়াড়দের জন্য প্রযোজ্য হবে।'

গতকাল সোমবার ফরাসি সরকার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিতে জানিয়েছেন যে ফ্রান্সে জোকোভিচকে প্রতিদ্বন্দ্বিতা করতে সমস্যা হতে পারে।

স্পেনে জোকোভিচ একটি বাড়ির মালিক এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে সেখানে গিয়ে তিনি অনুশীলন করেছিলেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'কোনো ক্রীড়াবিদ যিনি আমাদের দেশে প্রতিযোগিতা করতে চান তাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।'

২০ বারের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে জোকোভিচ গত ৬ জানুয়ারি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। জনস্বার্থের কথা উল্লেখ করে কর্তৃপক্ষ তার ভিসা প্রত্যাহার করে নেয়।

বলা হয়, 'অস্ট্রেলিয়ায় তার উপস্থিতি দেশজুড়ে ভ্যাকসিনবিরোধী মনোভাব জাগিয়ে তুলতে পারে এবং অস্ট্রেলিয়ানদের নিরাপদ রাখতে তাকে বের করে দেওয়া জরুরি।'

এরপর শুরু হয় আইনি লড়াই। বিচার বিভাগীয় প্যানেল শেষ পর্যন্ত তার ভিসা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখেন।

অস্ট্রেলিয়ান ওপেন গতকাল মেলবোর্নে শুরু হয়েছে, যেখানে জোকোভিচ ৯টি শিরোপা জিতেছেন।

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া শীর্ষ ১০০ প্রতিযোগীর মধ্যে ৯৫ শতাংশেরও বেশি প্রতিযোগীকে টিকা দেওয়া হয়েছে। আমেরিকান স্যান্ডগ্রেন ও ফরাসি হিউজ হারবার্ট, ভ্যাকসিনের প্রয়োজনীয়তার কারণে বছরের প্রথম বড় টুর্নামেন্ট এড়িয়ে গেছেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

4h ago