প্রবাসে

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশির মৃত্যু: রেড ক্রিসেন্ট

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এসময় ৩৮০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এসময় ৩৮০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। তারা লিবিয়ার উত্তর-পশ্চিমের জুওয়ারা উপকূল থেকে রওনা হয়েছিলেন।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা মংগি স্লিম বলেন, ‘১৭ জন বাঙালি মারা গেছেন এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিলেন।’

সাম্প্রতিক মাসগুলোতে তিউনিশিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আবহাওয়ার উন্নতির কারণে অভিবাসনের প্রত্যাশায় তিউনিশিয়া ও লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে, বিশেষ করে ইতালিতে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কয়েক হাজার মানুষ ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেষ্টা করেছেন। এদের বেশিরভাগই আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের দরিদ্রতম ও যুদ্ধপ্রবণ দেশগুলোর বাসিন্দা।

Comments

The Daily Star  | English

BNP postpones today's Aminbazar rally

BNP has postponed today's rally in Aminbazar, alleging that law enforcers and ruling party activists vandalised the stage set up at the venue.

3h ago