মুক্তধারা রবিসন্ধ্যায় কবি শহীদ কাদরীকে স্মরণ

নিউইয়র্কে কবি শহীদ কাদরীকে স্মরণ করে মুক্তধারা ফাউন্ডেশনের ‘রবি-সন্ধ্যা’ মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ছবি:সংগৃহীত

পঞ্চাশ উত্তর বাংলা কবিতা ধারায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কজন কবির নাম করা যায় কবি শহীদ কাদরী তাদের অন্যতম।

গত ২৯ আগস্ট নিউইয়র্কে কবি শহীদ কাদরীকে স্মরণ করে মুক্তধারা ফাউন্ডেশনের 'রবি-সন্ধ্যা' মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব-নাগরিকতা বোধ, আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, রাষ্ট্রযন্ত্রের কূটকৌশল এসব কিছুই তার কবিতায় উঠে এসেছে স্বতস্ফূর্তভাবে।

'উত্তরাধিকার', 'তোমাকে অভিবাদন প্রিয়তমা', 'কোথাও কোন ক্রন্দন নেই' এবং 'আমার চুম্বনগুলি পৌঁছে দাও' এই চারটি মাত্র কাব্যগ্রন্থ দিয়ে কবি শহীদ কাদরী বাংলা কাব্য আকাশে স্মরণীয় হয়ে আছেন।

কবি শহীদ কাদরীর প্রিয় দুটো গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন অভিনেতা এবং শিল্পী গোলাম সারোয়ার হারুন।  

নিউইয়র্ক এবং নিউইয়র্ক এর বাইরে থেকে অসংখ্য লেখক শিল্পী, কবি অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। অনুষ্ঠানটিকে দুটো পর্বে ভাগ করা হয়। প্রথম অংশে কবি শহীদ কাদরীর জীবন, তাকে স্মরণ ও তার কবিতা নিয়ে আলোচনা হয়। এই পর্বে অংশগ্রহণ করেন অভিনেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নৃত্যশিল্পী লায়লা হাসান, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লেখক ও অধ্যাপক হায়দার আলী খান, লেখক ও অধ্যাপক আবেদীন কাদের, কবি সাজেদ কামাল এবং লেখক আদনান সৈয়দ। এই পর্বটি সঞ্চালনা করেন লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস।

শহীদ কাদরীর উপর আলোচনায় বক্তারা কবির কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেন, তার জীবনের নানা অংশের উপর আলোকপাত করেন এবং কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন।
দ্বিতীয় পর্ব শুরু হয় কবি শহীদ কাদরীকে স্মরণ করে স্বরচিত কবিতা অনুষ্ঠান দিয়ে। এই পর্বটি সঞ্চালনা করেন ছড়াকার মনজুর কাদের।

এই পর্বে অংশগ্রহন করেন কবি মনিজা রহমান, কবি রানু ফেরদৌস, কবি আলী সিদ্দিকী, প্রাবন্ধিক ও কবি হোসাইন কবির, কবি বদিউজ্জামান নাসিম, কবি  রওশন হাসান, কবি ও গল্পকার নাসরীন চৌধুরী, কবি ও ছড়াকার ইউসুফ রেজা, কবি ও ছাড়াকার ডাক্তার সজল আশফাক, কবি শামীম রেজা এবং কবি এবং প্রাবন্ধিক অজয় দাশগুপ্ত।

কবিতার পাশাপাশি কবি শহীদ কাদরীকে স্মরণ করেন আরিফ মাহমুদ শৈবাল, ডাক্তার জিয়া উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক মুক্তধারা বইমেলার উপদেষ্টা এবং এ বছরের আহ্বায়ক ড. নুরুন নবী, বইমেলার কার্যনির্বাহী কমিটির সদস্য মুরাদ আকাশ, নসরত শাহ, সাবিনা হাই উর্বি ও কবি জেবুন্নেসা জোৎস্না প্রমূখ।    
উল্লেখ্য ১৪ আগস্ট ছিল কবি শহীদ কাদরীর জন্মদিন এবং ২৮ আগস্ট ছিল কবির পঞ্চম মৃত্যুবার্ষিকী।  কবি শহীদ কাদরীকে নিবেদন করে আগস্ট মাসের রবিসন্ধ্যাটি নিবেদন করা হয়।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago