লিফটে আটকা ৩ যাত্রী, ৩০ মিনিট দেরিতে ছাড়ল বিমানের ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের লিফটে ৩ যাত্রী আটকা পড়ার ঘটনায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পরে বিমানবন্দর ছেড়ে গেছে।  
ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের লিফটে ৩ যাত্রী আটকা পড়ার ঘটনায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পরে বিমানবন্দর ছেড়ে গেছে।  

বিমানবন্দর সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের এমটিবি লাউঞ্জের লিফটে ওই ৩ যাত্রী আটকা পড়েন। পরে নিরাপত্তা দরজা দিয়ে বের হয়ে আসতে পারেন তারা।  

বিমানবন্দর সূত্র আরও জানায়, বিমানের ফ্লাইট বিজি ৪১৩৬ আজ দুপুরে জেদ্দা থেকে চট্টগ্রামে অবতরণ করে। চট্টগ্রামের যাত্রীদের নামানোর পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার অপেক্ষায় ছিল এটি। ঢাকাগামী ৩ যাত্রী বিমানে উঠার জন্য লাউঞ্জ থেকে নামতে গেলে লিফট বিকল হয়ে পড়ে।

বিমানবন্দরের উইং কমান্ডার ফরহাদ হোসেন খানের ম্যানেজার দ্য ডেইলি স্টারকে বলেন, 'লিফটটিতে কিছু প্রযুক্তিগত ত্রুটি আছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এটি ঠিক করা হবে।'  

নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর আটকে পড়া যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh, 29 others can now trade on Russian currency market

Bangladesh, 29 others can now trade on Russian currency market

The Russian embassy in Bangladesh shares a list of countries on its verified Facebook page

2h ago
X