সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বিমানের ২ উড়োজাহাজ উড্ডয়নে প্রস্তুত

শাহজালালে হ্যাঙ্গারে ঢোকানোর সময় একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত বিমানের ২ উড়োজাহাজকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে ধাক্কায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজের পেছনের অংশ। ছবি: সংগৃহীত

শাহজালালে হ্যাঙ্গারে ঢোকানোর সময় একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত বিমানের ২ উড়োজাহাজকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।

বিমান জানায়, পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ ২টিকে বিমানের প্রকৌশলীদের চেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্ততকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় উড্ডয়নক্ষম করা হয়েছে।

'বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের সূচনালগ্নে তাদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন,' বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে গত সোমবার হ্যাঙ্গারে ঢোকানোর সময় একটি উড়োজাহাজের সামনের অংশ (নোজ) আরেকটি উড়োজাহাজের পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেওয়ার ঘটনাটি এখনো তদন্তাধীন।

সেদিন বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিকে ধাক্কা দেয়। এতে ৭৭৭ উড়োজাহাজের র‌্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বামদিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোণার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে সেদিন বিমান একটি তদন্ত কমিটি করে ও পরদিন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আরেকটি তদন্ত কমিটি করে।

Comments