‘রবি-সন্ধ্যা’য় কবি শহীদ কাদরী স্মরণে সাহিত্য আড্ডা

মুক্তধারা ফাউন্ডেশনের মাসিক অনলাইন সাহিত্য আড্ডা রবি-সন্ধ্যার পরবর্তী আসর বসছে ২৯ আগস্ট। এবারের আড্ডায় কথা, কবিতা ও গানে স্মরণ করা হবে কবি শহীদ কাদরীকে।
আগামী ২৮ আগস্ট কবি শহীদ কাদরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী।
লেখক, কবি ও সাহিত্যপ্রয়াসীদের এই আড্ডায় আলোচকদের মধ্যে থাকবেন সৈয়দ হাসান ইমাম, নীরা কাদরী, ইকবাল হাসান, আবেদীন কাদের ও আদনান সৈয়দ।
আয়োজনে কবিতা আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কবির প্রিয় গান শোনাবেন গোলাম সারোয়ার হারুন।
এ ছাড়া শহীদ কাদরীর প্রতি নিবেদিত স্বরচিত কবিতা নিয়ে আসবেন স্থানীয় নবীন-প্রবীণ কবিরা। অনুষ্ঠানটির সঞ্চালন করবেন হাসান ফেরদৌস।
২৯ আগস্ট রাত ৯টায় অনলাইন এই আয়োজনটি শুরু হবে। মুক্তধারা ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট (https://nyboimela.org), ফেসবুক পেজ (https://www.fb.com/nyboimela) এবং ইউটিউব চ্যানেলে (http://youtube.com/c/newyorkbanglaboimela) অনুষ্ঠানটি দেখা যাবে।
Comments