লেবাননে ক্যানসারে বাংলাদেশি শিশুর মৃত্যু

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে লেবাননপ্রবাসী বাংলাদেশি দম্পতির সন্তান তাসমিম আকতার (২)। দুই বছরে আগে লেবাননেই শিশুটির জন্ম হয়েছিল। এর মধ্যে দেড় বছর ধরে সে ক্যানসারে আক্রান্ত ছিল।
গতকাল রাত সাড়ে ১০টায় রাজধানী বৈরুতের রফিক হারিরি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করে প্রবাসী দম্পতি মো. কাউসার ও শিরীন আকতারের শিশুকন্যা তাসমিম।
লেবাননপ্রবাসী এই দম্পতির বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উপজেলার খড়গপুর গ্রামে।
শিরীন আকতার বলেন, 'জন্মের পর সব স্বাভাবিক ছিল। হেসে-খেলে বেড়ে উঠছিল তাসমিম। কিন্তু, পাঁচ মাস বয়সে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে মরণব্যাধি ক্যানসার ধরা পড়ে।'
ক্যানসার আক্রান্ত একমাত্র সন্তানের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিল স্বল্প আয়ের এই দম্পতি। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে তারা সহায়তার আবেদন জানালে এগিয়ে আসে লেবাননের বিভিন্ন দাতব্য সংস্থা ও বাংলাদেশ দূতাবাস।
সবার সহায়তায় দীর্ঘ দেড় বছর স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলে শিশু তাসমিমের। এই সময় কয়েকবার অস্ত্রোপচার হয়েছে তার।
গত ৮ আগস্ট শিশু তাসমিম আবারও অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে রফিক হারিরি হাসপাতালে হাসপাতালে ভর্তি করানো হয়। ১৮ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তাসমিম গতকাল সে মারা যায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে।
সন্তানের মরদেহ দেশে নিয়ে যেতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন এই দম্পতি।
লেখক: লেবাননপ্রবাসী সাংবাদিক
Comments