শোকাবহ আগস্টে মরিশাসে বাংলাদেশের মানবিক সহায়তা

শোকের মাস আগস্টে মরিশাসে করোনায় অসহায় দুস্থদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন।
গতকাল শনিবার রাজধানী পোর্ট লুইয়ের ভ্যালিপিটোতে নাও-ই-সান সোশ্যাল সার্ভিস কেন্দ্রে ৩৫ জন দুস্থ ব্যক্তিদের হাতে বাংলাদেশি খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মরিশাসের উপ-প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশ ও মরিশাসের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপ-প্রধানমন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু তার বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের এই মহান উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'মিশনের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর উপকারে আসবে।'
জাতির জনকসহ ১৫ আগস্টের কালরাতে নিহত সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাইকমিশনার রেজিনা আহমেদ বলেন, 'মরিশাসের সাধারণ জনগণকে ধন্যবাদ। তারা সব সময়ে প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহায়তা দিয়ে থাকেন। এবার বাংলাদেশও করোনায় মরিশাসের অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।'
তিনি আশা করেন এ ধরনের কার্যক্রম দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে মরিশাসের স্বনামধন্য ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশি সংগঠকরা উপস্থিত ছিলেন।
Comments