সিঙ্গাপুরে স্টিলবার চাপা পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

বেডক পার্কের নির্মাণাধীন সাইট। ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

সিঙ্গাপুরে স্টিলবার চাপা পড়ে ৩১ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বেডক রিজার্ভ পার্কের একটি নির্মাণাধীন ভবনে গত শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।

দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস জানায়, একটি টাওয়ার ক্রেন দিয়ে স্টিল বারগুলো উপরে তোলা হচ্ছিল। সে সময় হঠাৎ বারগুলো পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিন লি কনস্ট্রাকশনের নিয়োগকৃত ওই বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করে চাঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

পুলিশ ও  জনশক্তি মন্ত্রণালয় ঘটনার তদন্ত করছে।

স্ট্রেইট টাইমস জানায়, সিঙ্গাপুরে এ বছর এখন পর্যন্ত অন্তত ৩৫টি কর্মক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩০টি ও ২০১৯ সালে ছিল ৩৯টি।

Comments