স্পেনে প্রকৃতির মাঝে বাংলাদেশিদের মিলনমেলা

স্পেনে বাংলাদেশিদের মিলনমেলা। ছবি: স্টার

করোনায় দীর্ঘ বিরতি ও গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে ইউরোপের অন্য দেশগুলোর মতো স্পেনের আবহাওয়াও অসহনীয় হয়ে উঠছে। এমন বৈরী পরিবেশ থেকে শান্তির পরশ পেতে প্রকৃতির নির্মল সান্নিধ্যে পরিবার-পরিজন নিয়ে  মিলনমেলায় মেতে উঠেছিলেন স্পেনপ্রবাসী বাংলাদেশিরা।

গত ২৩ আগস্ট রাজধানী মাদ্রিদ শহরের অদূরে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দৃষ্টিনন্দন পান্তানো দে সান খুয়ানে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করা হয়। আয়োজক ছিল স্পেনে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন।

চমৎকার আবহাওয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জমে উঠেছিল মিলনমেলা। পার্কের পাশে বিশাল লেকে সাঁতার কাটা, নৌকা ভ্রমণ, খেলাধুলা, গান-বাজনাসহ নানা আনন্দ উপভোগ করেন প্রবাসীরা। অনেকদিন পর প্রকৃতির কাছে যেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছিল শিশু–কিশোররা।

স্পেনে বাংলাদেশিদের মিলনমেলা। ছবি: স্টার

শতাধিক প্রবাসী ও নরসিংদী জেলাবাসী এই মিলনমেলায় যোগ দেন। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মিলনমেলা।

নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আল আমীন মিয়ার সভাপতিত্বে ও আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মেদ ইয়াছিন সিকদার সঞ্চালনায় আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, যুক্তরাষ্ট্রপ্রবাসী কমিউনিটি নেতা মামুন খান, ঢাকা জেলা সমিতি ইন স্পেনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, আল হুদা জামে মসজিদ মাদ্রিদের খতিব নুরুল আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের  আবু বক্কর প্রমুখ।

লেখক: স্পেনপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

46m ago