ইলন মাস্কের প্রস্তাবে টুইটার বোর্ডের সম্মতি
প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্কের কাছে টুইটারের মালিকানা হস্তান্তর করতে সম্মত হয়েছে সংস্থাটির বোর্ড।
টুইটার বোর্ডের প্রধান ব্রেট টেলরের একটি বিবৃতির বরাত দিয়ে সোমবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী টুইটারের শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের মূল্য হিসেবে নগদ ৫৪ দশমিক ২০ ডলার করে পাবেন।
ব্রেট টেলরের বিবৃতিতে বলা হয়, 'টুইটার বোর্ড শেয়ারের মূল্য, নিশ্চয়তা এবং অর্থায়নের বিষয়ে ইলনের প্রস্তাব ব্যাপকভাবে পর্যালোচনা করেছে।'
ইলন মাস্কের প্রস্তাব 'টুইটারের স্টকহোল্ডারদের এগিয়ে চলার পথে সেরা প্রস্তাব' বলে অভিহিত করেন তিনি।
গত সপ্তাহে মাস্ক টুইটার কিনে নিতে ৪৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দেন।
মাস্কের প্রস্তাবের মূল্যায়ন করতে রোববার টুইটার বোর্ডের বৈঠক হয়।
বৈঠক শেষে সম্মতি জানানোর পর মাস্কের জন্য টুইটার কিনে নেওয়া এখন শুধু সময়ের ব্যাপার।
ফোর্বসের হিসাব অনুযায়ী, ইলন মাস্ক এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী। ৫০ বছর বয়সী এই উদ্যোক্তার সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার।
রয়টার্স জানায়, ইলন মাস্ক তার নিজের অর্থ দিয়েই টুইটার মালিকানা কিনবেন। এখানে টেসলার কোনো অংশগ্রহণ থাকবে না।
তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে টুইটারের শেয়ারের দর সাড়ে ৪ শতাংশ বেড়ে ৫১ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে।
Comments