ডিজিটাল জীবনমান সূচকে নেপাল, পাকিস্তান, শ্রীলংকার নিচে বাংলাদেশ

ডিজিটাল জীবনমান সূচকে ১১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৩ এ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩০। বাংলাদেশের পরে রয়েছে তাজিকিস্তান (১০৪) ও কম্বোডিয়া (১০৯)।

ডিজিটাল জীবনমান সূচকে ১১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৩ এ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩০। বাংলাদেশের পরে রয়েছে তাজিকিস্তান (১০৪) ও কম্বোডিয়া (১০৯)।

বৈশ্বিক র‌্যাংকিংয়ে নেপালের অবস্থান ৮৭তম এবং এশিয়ায় ২৪। এর ঠিক পরের অবস্থানেই রয়েছে শ্রীলংকা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্কের সাম্প্রতিক 'ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২১' জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশের ডিজিটাল জীবনমানের ওপর জরিপ চালিয়েছে।

তালিকা মতে, বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৫৯তম অবস্থান নিয়ে ভারত দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে। পাশাপাশি, এশিয়ার ৩২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৭।

একই তালিকায় পাকিস্তানের বৈশ্বিক অবস্থান ৯৭ এবং এশিয়ায় ২৮।

বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ বসবাস করে এমন ১১০টি দেশের ডিজিটাল জীবনমানের ওপর এ জরিপ চালানো হয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইরিত্রিয়া।

ডিজিটাল মান, ইন্টারনেট কেনার সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা ও ই-সরকারকে মূল ভিত্তি হিসেবে বিবেচনায় নিয়ে এই জরিপ করা হয়েছে বলে সার্ফশার্কের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
$8b climate fund rolled out for Bangladesh

Lenders join hands over $8b climate fund for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

12h ago