প্রযুক্তি

আর কখনো এ৩৮০ সুপারজাম্বো মডেলের উড়োজাহাজ বানাবে না এয়ারবাস

সম্প্রতি বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের কাছে এ৩৮০ মডেলের শেষ উড়োজাহাজটি পাঠিয়েছে। এ ঘটনার মাধ্যমে সুপারজাম্বো মডেলের উড়োজাহাজের ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকাপাত হয়েছে।
এয়ারবাসের তৈরি এ৩৮০ সুপারজাম্বো মডেলের উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস সংযুক্ত আরব আমিরাতের এমিরেটসের কাছে এ৩৮০ মডেলের শেষ উড়োজাহাজটি পাঠিয়েছে। এ ঘটনার মাধ্যমে সুপারজাম্বো মডেলের উড়োজাহাজের ইতিহাসের একটি অধ্যায়ের যবনিকাপাত হয়েছে।

একসময় এই উড়োজাহাজটিকে উড্ডয়নের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা তাদের বহরে আরও ছোট ছোট উড়োজাহাজকে স্থান দিতে এই মডেলটির ব্যবহার কমিয়ে দেয়।

২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫১টি এ৩৮০ মডেলের উড়োজাহাজ নির্মাণ করেছে এয়ারবাস। উড্ডয়ন শুরুর পর থেকে এ৩৮০ মডেলের উড়োজাহাজগুলো প্রায় ৮ লাখ ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হয়েছে এবং এতে প্রায় ৩০ কোটি যাত্রী পরিবহন হয়েছে।

মার্কিন বার্তাসংস্থা সিএনএন'র এক প্রতিবেদন অনুযায়ী, ২ ডেক বিশিষ্ট সুবিশাল উড়োজাহাজটি গত ১৬ ডিসেম্বর লন্ডনে পৌঁছায়। এটি খুব শিগগির বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।

অনেক বৈমানিক ও ভ্রমণকারীদের পছন্দের এই উড়োজাহাজের চাহিদা ও ব্যবহার মূলত ২০১৯ সালের পর থেকে কমতে শুরু করে। সে বছরই এই মডেলের নির্মাতা এয়ারবাস এ৩৮০'র উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।

তবে সুপারজাম্বো উড়োজাহাজ এখনো যথেষ্ট জনপ্রিয়। এ৬-ইভিএস কলসাইনের নতুন উড়োজাহাজটি লন্ডনে আসার আগে আরও ১২২টি এ৩৮০ উড়োজাহাজ এমিরেটসের বহরে যুক্ত হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ আরও বেশ কিছু সংস্থা এখনো এই মডেলের উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করে।

এ৩৮০ হচ্ছে এ যাবত নির্মিত সবচেয়ে বড় আকারের বাণিজ্যিক উড়োজাহাজ। এতে বেশ আরামদায়কভাবে ৮৫৩ জন যাত্রী যাতায়াত করতে পারেন। প্রায় নিঃশব্দ উড্ডয়নের কারণে অনেক যাত্রী এতে যাতায়াত করতে খুব স্বচ্ছন্দ বোধ করেন।

তবে এয়ারবাসের প্রত্যাশা অনুযায়ী এ৩৮০ কখনোই উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়নি। উড্ডয়ন খরচ বেশি হওয়ায় শুধু দূরপাল্লার যাত্রার জন্য এটি উপযোগী। এ ছাড়াও, এটি অন্যান্য আধুনিক ও ছোট আকারের উড়োজাহাজের তুলনায় কম পরিবেশ বান্ধব।

২০২০ ও ২০২১ সালে মহামারির প্রভাবে বেশিরভাগ সময় এ৩৮০ উড়োজাহাজগুলো ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হয়নি। জার্মানির লুফথানসা ও ফ্রান্সের এয়ারফ্রান্স উভয়ই তাদের এ৩৮০ উড়োজাহাজগুলোকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

তবে কিছু উড়োজাহাজ সংস্থা এ৩৮০'র জনপ্রিয়তা মাথায় রেখে মহামারির পর আবারো বিভিন্ন ফ্লাইটের জন্য এই মডেল ব্যবহার করছে। 

সিঙ্গাপুর এয়ারলাইন্সের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স শিভা গোবিন্দস্বামী গত অক্টোবরে এ৩৮০ উড়োজাহাজের ফ্লাইট আবারো চালুর ঘোষণা দেওয়ার সময় বলেন, 'অনেক মানুষ শুধু এ৩৮০-তে ওঠার জন্যই ফ্লাইট বুকিং দেয়।'

যদিও এয়ারবাস নতুন করে আর কোনো সুপারজাম্বো নির্মাণ করবে না, তবুও ভ্রমণকারীরা আরও অনেক বছর এ৩৮০-তে চড়ার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

লন্ডনে নতুন উড়োজাহাজের ডেলিভারি গ্রহণের সময় এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক একটি বিবৃতিতে জানান, এ৩৮০ এমিরেটসের 'ফ্ল্যাগশিপ' উড়োজাহাজ হিসেবে আগামী বছরগুলোতে কার্যকর থাকবে।

তিনি আরও জানান, এই উড়োজাহাজটি তাদের নেটওয়ার্ক পরিকল্পনার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত।

Comments

The Daily Star  | English
High temperature days record in Bangladesh

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

14h ago