ভিসার কান্ট্রি ম্যানেজার হলেন সাব্বির আহমেদ
সাব্বির আহমেদকে বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে ভিসা।
ভিসায় যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্পদ ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি বাংলাদেশ ও ভিয়েতনামে এইচএসবিসি এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যাংকিং ও পেমেন্টে ২৭ বছরেরও বেশি অভিজ্ঞ সাব্বির আহমেদ তিনটি দেশে ভিসার মার্কেট অপারেশনের নেতৃত্ব দেবেন।
সাব্বির আহমেদ বলেন, 'আমি সরকার কর্তৃক নির্ধারিত ক্যাশলেস বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অপেক্ষায় আছি।'
তাকে নিয়োগের মাধ্যমে ভিসা দক্ষিণ এশিয়াজুড়ে ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্র নিয়েছে।
ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ বলেন, 'সাব্বিরের পেশাগত অর্জন, বৈচিত্র্যময় ব্যাংকিং অভিজ্ঞতা আমাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। এতে আমাদের ব্যবসায়িক লক্ষ্য ও ভিসার টেকসই প্রবৃদ্ধি হবে বলে আমরা আশাবাদী।'
Comments