আনোয়ার গ্রুপের নতুন চেয়ারম্যান মানোয়ার হোসেন

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মানোয়ার হোসেন।
গত ১৭ আগস্ট ৮৩ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর বড় ছেলে মানোয়ার হোসেন গ্রুপের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।
আজ মঙ্গলবার আনোয়ার গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার আগে মানোয়ার হোসেন প্রতিষ্ঠানটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আনোয়ার গ্রুপের ১৮৭ বছরের বাণিজ্যিক পথচলার পরম্পরায় ১৯৫২ সালে আনোয়ার হোসেন তার পারিবারিক ব্যবসায় বৈচিত্র্য আনার উদ্যোগ নেন।
গ্রুপটি বর্তমানে বস্ত্র, নির্মাণ সামগ্রী, পলিমার, পাট, রিয়েল এস্টেট, ফার্নিচার ও হোম ডেকর, স্টিল, সিমেন্ট, ব্যাংক, সিমেন্ট শিট, বিমা, নন-ব্যাংক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ক্যাপিটাল মার্কেট, অটোমোবাইলসহ নানা ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
মানোয়ার হোসেন ভারতের দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলে পড়াশোনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ১৯৯২ সালে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৩ সালে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন। ১৯৯৯ সালে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ফিন্যান্সের চেয়ারম্যান, বাংলাদেশের স্টিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, মধুমতি ব্যাংকের ডিরেক্টর, বিডি সিকিউরিটিজ, বিডি ক্যাপিটাল হোল্ডিংস ও সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির স্পনসর প্রমোটার।
Comments