দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
বিকল্প হিসেবে দোকান মালিক ও ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।
আজ শনিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'বর্তমানে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার আলোচনা চলছে। সরকারও ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। কিন্তু, আমরা একটি বিকল্প প্রস্তাব পেশ করতে চাই। জ্বালানি ও বিদ্যুৎ সংকট সবকিছু বিবেচনা করে আমরা দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চাই।'
তিনি আরও বলেন, 'আমরা ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করব।'
হেলালউদ্দিন, 'যেহেতু ঢাকায় সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বেশি যানজট থাকে তাই দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা থাকলে আমরাও যানজটের পরে কাজে আসতে পারব। এছাড়া, দুপুর ১২টা থেকে দোকান খোলায় কর্মঘণ্টাও কমবে।'
Comments