প্রাক-বাজেট আলোচনা শুরু ৬ ফেব্রুয়ারি

আগামী অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় এনবিআর সদর দপ্তরে ব্যবসায়ী ও অন্যান্য স্টেকহোল্ডাররা আলোচনায় অংশ নেবেন।
প্রাক-বাজেট আলোচনা শুরু হবে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যান্ড নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে।
এনবিআর জানিয়েছে, আলোচনা ২০ মার্চ পর্যন্ত চলবে।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বৈঠকে সভাপতিত্ব করবেন এবং কর প্রশাসনের ফার্স্ট সেক্রেটারি মো. নেয়ামুল ইসলাম প্রধান বাজেট সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জুনের শুরুতে সংসদে পেশ করা হবে।
Comments