পোশাক রপ্তানিতে ১ শতাংশ অতিরিক্ত প্রণোদনা অব্যাহত
পোশাক শিল্প খাতে বিদ্যমান বিভিন্ন রপ্তানি প্রণোদনার সঙ্গে ১ শতাংশ হারে অতিরিক্ত প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
তিনি জানান, রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ৪৩টি পণ্য ও সেবা খাতে রপ্তানি প্রণোদনা দিয়ে যাচ্ছে।
পোশাক খাতে এসব প্রণোদনার সঙ্গে ১ শতাংশ অতিরিক্ত প্রণোদনা অব্যাহত রাখায় রপ্তানি আশাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে স্থানীয়ভাবে সংগ্রহ করা সুতা ও কাপড়ের মতো কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে ৫ শতাংশ নগদ প্রণোদনা পান রপ্তানিকারকরা।
ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাষ্ট্র ছাড়া অপ্রচলিত বাজারে এসব পণ্য রপ্তানি হলে সরকার আরো ৪ শতাংশ নগদ প্রণোদনা দেয়।
পোশাক রপ্তানিকারকরা গত দুই বছর ধরে সব দেশে অতিরিক্ত ১ শতাংশ নগদ প্রণোদনা পেয়ে আসছেন।
অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে করোনাভাইরাস টেস্টিং কিট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানির প্রস্তাব করেছেন।
Comments