১ ডলার এখন ২৩৯.৩৭ পাকিস্তানি রুপি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় ইন্টারব্যাংক বাজারে টানা ১০ দিন অবমূল্যায়নের পরে পাকিস্তানি রুপির সামান্য দর বেড়েছে। শুক্রবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২৩৯.৩৭। যা বৃহস্পতিবার ছিল ২৩৯.৯৪।
রয়টার্স ফাইল ফটো

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় ইন্টারব্যাংক বাজারে টানা ১০ দিন অবমূল্যায়নের পরে পাকিস্তানি রুপির সামান্য দর বেড়েছে। শুক্রবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২৩৯.৩৭। যা বৃহস্পতিবার ছিল ২৩৯.৯৪।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আমদানি পরিশোধের চাপ, রাজনৈতিক সংকট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ বিতরণে দেরি এবং বিদেশি রিজার্ভ কমে যাওয়া ডলারের দাম বৃদ্ধির কারণ।

জিও নিউজ বলছে, এ বছর গ্রিনব্যাকের বিপরীতে পাকিস্তানি রুপি তার মূল্যের ৩০ শতাংশের বেশি হারিয়েছে। দেশটি এই বছর শ্রীলঙ্কার ডিফল্টের পথে যেতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে তা দূর করতে সরকার আইএমএফ এবং চীন ও সৌদি আরবের মতো দেশের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সুরক্ষিত করতে কাজ করছে।

Comments