দ. কোরিয়ায় একদিনে রেকর্ড শনাক্ত ৯০ হাজার ৪৪৩

দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড ৯০ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এক সপ্তাহের মধ্যে দেশটিতে সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে।
রয়টার্স ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড ৯০ হাজার ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এক সপ্তাহের মধ্যে দেশটিতে সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, মঙ্গলবার রেকর্ড শনাক্তের এক দিন আগে ৫৭ হাজার ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে, মঙ্গলবার ৩৯ জনের মৃত্যুর মাধ্যমে এ পর্যন্ত মোট ৭ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে।

৫ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশে এতদিন করোনা নিয়ন্ত্রণে থাকার মূল কারণ ব্যাপকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, সরকার বর্তমান কঠোর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে। দেশটির ৮৬ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ টিকা পেয়েছে, ৫৮ শতাংশ বুস্টার ডোজ পেয়েছে।

Comments

The Daily Star  | English

Govt to import 1.8 lakh tonnes MoP from Russia in FY24

The government has signed a deal to import 1.80 lakh tonnes of Muriate of Potash (MoP) from Russia in the 2023-24 fiscal year

40m ago