ভারত

ইসলামফোবিয়া ভারতীয় মুসলমানদের নির্যাতিত সংখ্যালঘুতে পরিণত করেছে: চমস্কি

বিখ্যাত দার্শনিক, ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সমাজ সমালোচক নোয়াম চমস্কি বলেছেন, পশ্চিমা বিশ্বজুড়ে বাড়তে থাকা ‘ইসলামফোবিয়ার প্যাথলজি’ এখন তার সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়ে ভারতেও ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, ‘মোদি সরকার নিয়মতান্ত্রিকভাবে ভারতের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে ভেঙে দেশটিকে হিন্দু জাতিতন্ত্রে পরিণত করছে।’

বিখ্যাত দার্শনিক, ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সমাজ সমালোচক নোয়াম চমস্কি বলেছেন, পশ্চিমা বিশ্বজুড়ে বাড়তে থাকা 'ইসলামফোবিয়ার প্যাথলজি' এখন তার সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়ে ভারতেও ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, 'মোদি সরকার নিয়মতান্ত্রিকভাবে ভারতের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে ভেঙে দেশটিকে হিন্দু জাতিতন্ত্রে পরিণত করছে।'

চমস্কি আরও বলেন, 'ইসলামোফোবিয়া একইসঙ্গে ২৫০ মিলিয়ন ভারতীয় মুসলমানকে নির্যাতিত সংখ্যালঘুতে পরিণত করেছে।'

দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ভারতের সাম্প্রদায়িকতা নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সংগঠনগুলো আয়োজিত এক কংগ্রেশনাল ব্রিফিংয়ে চমস্কি রেকর্ড করা এই বার্তা পাঠান।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, এবারের ব্রিফিংয়ের মূল বিষয়বস্তু ছিল 'ভারতে হেট স্পিচ ও সহিংসতার পরিস্থিতির অবনতি'। সেখানে সশরীরে উপস্থিত হয়ে চমস্কির বক্তব্য দেওয়ার কথা ছিল।

সংক্ষিপ্ত বার্তায় চমস্কি ভারতে স্বাধীন চিন্তার চর্চা, শিক্ষাব্যবস্থা ও কাশ্মীর পরিস্থিতি নিয়েও কথা বলেন। কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, 'কাশ্মীর এখন একটি অধিকৃত অঞ্চল। এটি কিছু কিছু দিক থেকে অধিকৃত প্যালেস্টাইনের মতোই।'

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago