ভরা মৌসুমেও চাঁদপুরে ইলিশের চড়া দাম

ভরা মৌসুমেও চাঁদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। তা এতোটাই বেশি যে সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিক্রেতাদের দাবি বাজারে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
আজ শুক্রবার সরেজমিনে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট ঘুরে দেখা যায়, বর্তমানে চাঁদপুরের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে। ৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা দরে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে। এবারের ইলিশের মৌসুমে যা এই বাজারে সর্বোচ্চ বলে ক্রেতাদের দাবি।
চাঁদপুর শহরের নাছির পাড়ার বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, 'ইলিশের ভরা মৌসুমে দাম দেখে হতাশ। ইলিশের এতো দাম জীবনে প্রথম দেখলাম। তারপরও ছোট ছোট ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ৪টা ইলিশ কিনেছি ৪ হাজার টাকায়।'
বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ কিনতে ঘাটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিন্তু, সাধারণ ক্রেতারা ইলিশের দাম দেখে খালি হাতে চলে যাচ্ছেন। অবশ্য, ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা দামের দিকে না তাকিয়ে বাক্স ভরে ভরে ইলিশ নিয়ে যাচ্ছেন।
ভরা মৌসুমে ইলিশের দাম বাড়ার কারণ হিসেবে মৎস্য ব্যবসায়ীরা বলেন, মৌসুম অনুযায়ী বাজারে ইলিশ কম আসছে। কিন্তু, ইলিশের চাহিদা বেড়েছে কয়েকগুণ। ইলিশ কম থাকায় ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না।
এই মাছ ঘাটের একাধিক আড়তদার জানান, আমরা স্থানীয় ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছি। মানুষের চাহিদা চাঁদপুরের পদ্মা মেঘনার বা লোকাল ইলিশের। কিন্তু, এই এলাকার ইলিশের পরিমাণ এবার কমেছে। তবে, নোয়াখালী, ভোলা বরিশাল অঞ্চলের কিছু ইলিশ আমদানি থাকায় কিছুটা হলেও চাহিদা পূরণ করতে পারছি। ক্রেতাদের চাহিদার কারণে ইলিশের দামও দিগুণ বেড়েছে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বছর এ সময় যে ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা ছিল। এবার এসব ইলিশের দাম প্রায় দিগুণ। কারণ মাছের চাহিদা অনুপাতে আমদানি কম।'
চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, '৪ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান শুরু হবে। তাই ঘাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। এজন্য ইলিশের দাম তুলনামূলক বেশি।'
চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, 'মা ইলিশ রক্ষা অভিযান শুরু হবে শুনে ঘাটে ক্রেতা বেড়েছে। এ সুযোগে জেলে ও ব্যবসায়ীরাও ইলিশের দাম বাড়িয়ে দিয়েছে।'
Comments