ভারতে ২০৮০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত ৫২টি কোম্পানিকে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দেয়।

দুর্গা পূজাকে সামনে রেখে ভারত সরকার বাংলাদেশের কাছে ইলিশ চেয়েছিল।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাছ রপ্তানির যোগ্যতাসম্পন্ন ৫২টি দেশীয় কোম্পানিকে বেছে নিয়েছি আমরা। এসব কোম্পানির প্রতিটি ভারতে ৪০ টন করে ইলিশ রপ্তানি করবে।'

তিনি আরও বলেন, 'এটি সরকারের এক ধরনের কূটনৈতিক উদ্যোগ। বাংলাদেশ প্রতি বছর দুর্গা পূজার আগে ভারতে ইলিশ মাছ পাঠায়।'

গত বছর দুর্গা পূজার আগে বাংলাদেশ প্রায় একই পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করেছিল বলে জানান তিনি।

স্বাদে গন্ধে অনন্য ইলিশ সীমান্তের দুপাশের বাঙালিদের কাছে ভীষণ সমাদৃত। তাই, প্রতি বছর পূজা সামনে রেখে বাংলাদেশকে ভারতে ইলিশ রপ্তানির অনুরোধ জানায় ভারত সরকার।

Comments