ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: অতিরিক্ত সচিব

ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণায়লের পর্যালোচনার প্রয়োজন আছে। আর এ কারণেই আগামী ৮ জানুয়ারি থেকে রান্নার তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান।
তিনি বলেন, '৮ জানুয়ারি থেকে ভোজ্যতেলের দাম বাড়ছে না। আমরা ভোজ্যতেলের প্রস্তাবিত দাম বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা করব।'
শফিকুজ্জামান আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানিকারক, রিফাইনার, পাইকারি বিক্রেতা ও মূল্য নির্ধারণ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এর আগে ভোজ্যতেল শোধনাগার ও আমদানিকারকরা ৮ জানুয়ারি থেকে ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল।
Comments